https://powerinai.com/

ই-কমার্স

ই-কমার্স প্ল্যাটফর্ম : ‘ওপেনকার্ট’

ই-কমার্স প্ল্যাটফর্ম : ‘ওপেনকার্ট’ ই-কমার্স প্ল্যাটফর্ম : ‘ওপেনকার্ট’
 

ই-কমার্স প্ল্যাটফর্ম : ‘ওপেনকার্ট’


‘ওপেনকার্ট’ কর্তৃপক্ষের সেপ্টেম্বর, ২০২১ সালের তথ্য হিসাবে বিশ্বের ৪,৪৪,৮৪২টি ওয়েবসাইট ওপেনকার্ট ই-কমার্স প্ল্যাটফর্ম এই মুহূর্তে ব্যবহার করছে; যার মধ্যে বাংলাদেশের ৩০৮টি ওয়েবসাইট আছে এবং বাংলাদেশের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওয়ালটন’-এর ওয়েবসাইটেও ওপেনকার্ট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। 


ওপেনকার্ট কী 


‘পিএইচপি’ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওপেনসোর্সভিত্তিক অনলাইন শপিংকার্ট সিস্টেম ‘ওপেনকার্ট’ তৈরি করা।    ‘ওপেনকার্ট’ ই-কমার্স প্ল্যাটফর্ম সর্বপ্রথম ক্রিস্টোফার ম্যান ১৯৯৮ সালে ‘পার্ল’ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ডেভেলপ করেন। ২০০০ সালে এই প্রোজেক্ট থেকে তিনি সরে দাঁড়ালে ড্যানিয়েল কের পরবর্তীতে ম্যান’র কোডকে ‘পিএইচপি’ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে ‘ওপেনকার্ট’কে নতুনভাবে প্রযুক্তিবিশ্বে ২০০৯ সালের ১০ ফেব্রæয়ারি সবার কাছে প্রকাশ করেন। ৩৬টি বিভিন্ন পেমেন্ট পদ্ধতি এবং ৮টি শিপিং উপায় ব্যবহার উপযোগী ‘ওপেনকার্ট’ বিশ্বের জনপ্রিয় সিএমএস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। অসংখ্য ফিচার সমৃদ্ধ, সার্চইঞ্জিন সহায়ক এবং ই-কমার্স অর্ডার প্রসেসিংয়ে বেশ কার্যকর আকর্ষণীয় ইন্টারফেসের ওপেনকার্ট। 


২০১৪ সালে চীনে ইন্টারনেট উদ্যোক্তাদের কাছে পছন্দের ই-কমার্স প্ল্যাটফর্মের জায়গা ওপেনকার্ট নেয়। এর এক বছর পরেই ‘ওপেনকার্ট’ বিশ্বব্যাপী অনলাইন স্টোরের সিএমএস মার্কেটের ৭ ভাগ দখল করতে সক্ষম হয়। ডেটা ব্যাকআপ, টুল পুনরুদ্ধার, স্বয়ংক্রিয়ভাবে ইমেজ রিসাইজ, বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশের নিজস্ব অর্থে লেনদেন এবং পেমেন্ট গেটওয়ে এই সিএমএস সাপোর্ট করে। খুব সহজে বেসিক লেভেলের ওয়েবসাইটে ডেভেলপ করার পাশাপাশি বিনামূল্যে অসংখ্য সফটওয়্যার আপডেট সুবিধা প্রদান করে। ২০১৪ সালে ওপেনকার্ট এইচটিএমএল৫ ব্যবহার করে দ্বিতীয় ভার্সন রিলিজ করে। বর্তমানে ৩.০.৩.৭ ভার্সন ২০২১ সালে ওপেনকার্টে অন্তর্ভুক্ত করা হয়। 


ওপেনকার্ট ফিচার 


ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ওপেনকার্ট ইউজার ম্যানেজমেন্ট, বিভিন্ন দেশ, ভাষা, প্রোডাক্ট, ইউজার ফ্রেন্ডলি এবং শিপিং পদ্ধতির মতো বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে অনেকগুলো ফিচার এনেছে। 


মাল্টিস্টোর 


একসাথে অনেকগুলো স্টোর একটি অ্যাডমিন ইন্টারফেস থেকে পরিচালনা করতে পারবেন। বিভিন্ন অনলাইন স্টোরের জন্য বিভিন্ন ওয়েবথিম নির্ধারণ এবং ভিন্ন ভিন্ন স্টোরের জন্য প্রোডাক্টগুলো আপনি প্রদর্শন করতে পারবেন। প্রত্যেক স্টোরের জন্য আপনি প্রোডাক্ট মূল্য অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে সেট করা এবং স্টোর এলাকাভিত্তিক নির্ধারণ করে পাবলিশ করতে পারবেন। ৪০টির অধিক ভাষায় ওপেনকার্ট প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। জনপ্রিয় আর্কিটেকচেরাল প্যাটার্ন সফটওয়্যার ‘এমভিসি-এল’ (মডেল ভিউ কন্ট্রোলার ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক)-এর মাধ্যমে ভাষার ব্যবহার ওপেনকার্টে আছে। এছাড়া কাস্টমারদের সাবস্ক্রাইব অপশনের মাধ্যমে তালিকাভুক্ত করে ইমেইল দিয়ে নিউজলেটারের মাধ্যমে প্রোডাক্ট অফার পাঠানো যায়।   


ইউজার ম্যানেজমেন্ট 


সফলভাবে অনলাইন স্টোর পরিচালনা করতে অনেক মানুষের একসাথে বিভিন্ন কাজ করতে হয়। ওপেনকার্টে অ্যাডভান্স ইউজার ফিচার বিভিন্ন ইউজার গ্রুপকে প্রবেশ করা সুবিধা প্রদান করে। 


রেসপনসিভ এবং এসইও ফ্রেন্ডলি 


ওপেনকার্ট প্ল্যাটফর্মটি রেসপনসিভ; মোবাইল, ট্যাব, ডেস্কটপ যেকোনো ডিভাইস দিয়ে সহজে ব্যবহার করা যায় এবং সার্চইঞ্জিন ফ্রেন্ডলি হওয়াতে এসইও র্যাংকিংয়ে বেশ উপকার করে। এছাড়া ওপেনকার্ট ড্যাশবোর্ডে মার্কেটিং ক্যাম্পেইন পর্যালোচনা করতে পারবেন।     


প্রোডাক্ট অপশন 


অনেক প্রোডাক্ট ছবির ভিন্নতা হয়, কোনটা রং, কোনটা পরিধি ভিন্ন থাকে। ওপেনকার্ট এই বিষয়গুলোর সহজ সুন্দর সমাধান দেয় এবং আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এছাড়া ডিজিটাল প্রোডাক্ট বিক্রি সহজ করেছে ওপেনকার্ট, ওয়েবসাইটে আপলোড করে মূল্য নির্ধারণ করা যায় এবং সেখান থেকে মূল্য প্রদান করে এক ক্লিকে যেকেউ ডাউনলোড করে প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। ওপেনকার্টের প্রোডাক্টের সম্পর্কিত আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো কমেন্ট, রিভিউ এবং রেটিং সিস্টেম; যেটার মাধ্যমে ভবিষ্যৎ ক্রেতারা প্রোডাক্ট সম্পর্কিত তথ্য জেনে কেনার সিদ্ধান্ত নিতে পারবেন। রিওয়ার্ড প্রোগ্রাম চালু করে প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতার সম্মান প্রদর্শন করতে পারবেন। প্রোডাক্টের স্টক কেমন আছে, সেটা ক্রেতাকে জানার সুবিধা ওয়েবসাইট থেকে প্রদান করা যায়, আর প্রোডাক্টপ্রতি ট্যাক্স কত সে তথ্যও ক্রেতা কেনার সময় জানতে পারবে। প্রোডাক্টের সেলস রিপোর্ট অর্থাৎ, কেমন বিক্রি হলো সে সম্পর্কিত যাবতীয় তথ্য সুবিধা উদ্যোক্তা হিসেবে আপনার ই-কমার্স সাইট থেকে নিয়মিত নিতে পারবেন।          


অ্যাফিলিয়েট পদ্ধতি 


ওপেনকার্টে আগে থেকে অ্যাফিলিয়েট কাঠামো নিয়ে তৈরি, অ্যাফিলিয়েট প্রোডাক্ট মার্কেটিংয়ের একটি পদ্ধতি যেখানে যেকেউ আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের প্রোডাক্ট মার্কেটিং করে বিক্রিতে ভ‚‚মিকা রাখতে পারেন এবং তার বিনিময়ে একটি নির্দিষ্ট অর্থ বা কমিশন চেক কিংবা অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রহণ করতে পারেন। 


ডিসকাউন্ট বা কুপন 


প্রোডাক্ট বিক্রি বাড়াতে প্রতিযোগীদের থেকে বেশি পরিমাণে, আপনি নির্দিষ্ট সময়ে প্রোডাক্ট ডিসকাউন্ট কিংবা কুপন সুবিধা ওপেনকার্টের মাধ্যমে সহজে প্রদান করতে পারবেন। 


ব্যাকআপ 


ওপেনকার্ট আপনার গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষণ এবং পুনরুদ্ধারে সহায়তা করবে। প্রয়োজনে প্রোডাক্ট এডিটসহ আপডেট করতে পারবেন।    


পেমেন্ট ও শিপিং  


কাস্টমারের জন্য রিকারিং পেমেন্ট সিস্টেম সেটআপ করার সুবিধা ওপেনকার্টে আছে। আপনি যদি সাবস্ক্রিপশনের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করতে অথবা ডিসকাউন্ট দিতে কিংবা পেমেন্ট ক্রেতার কাছ থেকে কিস্তি হিসেবে নিতে চান, তাহলে ফিচারটি আপনাকে নিয়ন্ত্রণ সুবিধা দিয়ে যথেষ্ট সুবিধা প্রদান করবে। অর্ডার স্ট্যাটাস অর্থাৎ, কোথায় কাস্টমারের প্রোডাক্ট রয়েছে সে তথ্য জানা যাবে, একইভাবে রিটার্ন প্রোডাক্টের তথ্যও ওয়েবসাইটে পাবেন। এছাড়া পেমেন্ট গেটওয়ে হিসেবে পেপ্যাল, অ্যামাজন পেমেন্টের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করতে পারবেন। শিপিং পদ্ধতিতে ইউপিএস, অস্ট্রেলিয়ান পোস্টের মতো ১০০-র বেশি শিপিং প্রতিষ্ঠানের সাথে ওপেনকার্ট একীভ‚তভাবে কাজ করে।  


ওপেনকার্ট এক্সটেনশন 


মডিউল সিস্টেমনির্ভর ওপেনকার্ট; এতে সহজে ই-কমার্স উদ্যোক্তা হিসেবে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কার্যক্রম যেমনÑ বেস্ট সেলার, ক্যাটাগরি, ফিচার্ড, লেটেস্ট, স্পেশাল, উৎপাদক, তথ্য এবং পর্যবেক্ষণ রিপোর্ট যোগ করতে পারবেন। এছাড়া আপনার ভাষাতে ওপেনকার্ট সেটআপ করে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।     


ওপেনকার্ট প্ল্যাটফর্মে কেমন খরচ


ওপেনসোর্সভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ওপেনকার্ট’ যেকেউ বিনামূল্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এজন্য ডোমেইন, হোস্টিং এবং থিম কিংবা এক্সটেনশন যদি অর্থ প্রদান করে পেইড কেউ ব্যবহার করতে চান তাহলে আপনাকে সেটার খরচ বহন করতে হবে। এছাড়া ‘ওপেনকার্ট ক্লাউড’ অর্থাৎ, ওপেনকার্ট পেইড হোস্টেড ভার্সন ব্যবহার করতে চাইলে তিন ধরনের প্যাকেজ ‘ব্রোঞ্জ’, ‘সিলভার’ এবং ‘গোল্ড’-এর যেকোনো একটি আপনার পছন্দ অনুযায়ী কিনে ব্যবহার করতে পারেন।    


ব্রোঞ্জ প্ল্যান 


ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তারা প্রতি মাসে ২৫ ইউরো প্রদান করে এই সার্ভিসটি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কিনতে পারেন। স্টোর ফিচারে আনলিমিটেড প্রোডাক্টের তথ্য, ক্যাটাগরি, অর্ডার সুবিধা আছে। একটি মাত্র ডোমেইনে এই প্ল্যানের সুবিধা গ্রহণ করা যায়, ৫ জিবি স্টোরেজ থাকে, এসএসএল সার্টিফিকেট সুবিধা এতে অন্তর্ভুক্ত। প্রতিদিন নিয়মিত ব্যাকআপ সুবিধা ও এক সপ্তাহ পর্যন্ত ডেটা সংরক্ষণ রাখা এবং ম্যানুয়েল একবার ব্যাকআপ রিকুয়েস্ট সুবিধা প্রদান করে। নিয়মিত ওপেনকার্টের সাপোর্ট ডেস্কের সাপোর্ট নিতে পারবেন।


সিলভার প্ল্যান 


ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কথা চিন্তা করে ওপেনকার্ট প্রতি মাসে ৫০ ইউরো অর্থের সিলভার প্ল্যান তৈরি করেছে, যেখানে সার্ভিস নেয়া প্রতিষ্ঠান একসাথে তিনটি ডোমেইন ব্যবহার করতে পারবে এবং আনলিমিটেড প্রোডাক্ট, ক্যাটাগরি, অর্ডার ফিচার উপস্থিত রয়েছে। এসএসএল সুবিধার অন্তর্ভুক্ত ২৫ জিবি হোস্টিং ব্যবহার করতে পারা যাবে। নিয়মিত প্রতিদিন ব্যাকআপ, ১৪ দিন ডেটা সংরক্ষণ এবং ম্যানুয়ালি ব্যাকআপ রিকুয়েস্ট তিনবার পাঠাতে পারবেন। এছাড়া সাপোর্ট ডেস্ক ও ইমেইল সাপোর্ট কাস্টমার পাবেন।     


গোল্ড প্ল্যান


বড় ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে ১৫০ ইউরো প্ল্যানে ১০টি ডোমেইন ব্যবহারের সুবিধা তারা পাবেন। ৭৫ জিবি ডেটা হোস্টিং, এসএসএল সুবিধা, প্রতিদিনের ব্যাকআপ এবং ২৮ দিন ডেটা সংরক্ষণের সুবিধাসহ পাঁচবার ম্যানুয়াল ব্যাকআপ রিকুয়েস্ট পাঠাতে পারবেন। আনলিমিটেড সব সুবিধা যেমনÑ প্রোডাক্ট, ক্যাটাগরি, অর্ডার স্টোর ফিচার থাকবে এবং সাপোর্ট ডেস্ক, ইমেইল এবং ফোনের মাধ্যমে সাপোর্ট পাবেন।      


ওপেনকার্ট কীভাবে সেটআপ করবেন 


প্রথমে ওপেনকার্টের অফিশিয়াল ওয়েবসাইট https://www.opencart.com থেকে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলে দুই ধরনের অপশন পাওয়া যাবে; একটি ওপেনকার্টের হোস্টিং পার্টনারের মাধ্যমে সেটআপ অপশন এবং অপরটি আপনার নিজস্ব হোস্টিংয়ে ওপেনকার্টের ডাউনলোড ফাইল আপলোডের মাধ্যমে ইনস্টল করে ব্যবহার করা। যদি আপনার নিজস্ব হোস্টিং প্ল্যানে ওপেনকার্ট সিএমএস ব্যবহার করতে চান তাহলে কী করতে হবে, সেটা উল্লেখ করা হলো


সি প্যানেলে ওপেনকার্ট 


ডাউনলোডকৃত ফাইল আনজিপ করে সব কনটেন্ট সিপ্যানেলের htdocs-তে কপি করতে হবে, যদি লিনাক্স হোস্টিং সার্ভারে ওপেনকার্ট ইনস্টল করতে চান, তাহলে আপনার হোস্টিং অ্যাকাউন্টের  Public_html ফোল্ডারে যাবতীয় ফাইল ও ফোল্ডার আপলোড করতে হবে। এরপর ডেটাবেজ তৈরি করতে হবে, এজন্য phpMyAdmin > New > Create Database ধাপগুলো যথাক্রমে সম্পন্ন করতে হবে। 


ওপেনকার্ট ইনস্টল প্রক্রিয়া


সব ফাইল আপলোড সম্পন্ন হওয়ার পর আপনার ওপেনকার্ট ওয়েবসাইটে  YourStoreName.com/install অর্থাৎ, অনুরূপ সাইট ঠিকানা যেখানে ওয়েবসাইটের নামের পরে ইনস্টল আছে এরকম লিখে ওয়েবব্রাউজারে ক্লিক করে ওপেনকার্ট ইনস্টলেশন উইজার্ড পাবেন। এরপরে লাইসেন্স এগ্রিমেন্টে Continue-তে ক্লিক করুন। 


প্রিইনস্টল পেজ 


এই পেজে সব অপশন সবুজ রঙে চিহ্নিত থাকে, তাহলে Continue অপশনে ক্লিক করতে হবে। 


কনফিগারেশন পেজ   


পেজটির ডেটাবেজে বিস্তারিত তথ্য যেমন হোস্ট নেম, ইউজার নেম, ডেটাবেজ পোর্ট এবং ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে এরপরে Continue অপশনে ক্লিক করলে ওপেনকার্টের পরবর্তী ধাপ আসবে।     


ইনস্টল কমপ্লিট পেজ 


এই পেজে Installation ডিরেক্টরি পরিহার করার কথা উল্লেখ থাকবে এবং এটি পরিহার না করলে পরবর্তী সময়েও প্রদর্শন করবে। এজন্য রুট ডিরেক্টরিতে গিয়ে ইনস্টল ফোল্ডারটি সেখানে পরিহার করুন। 


লগইন পেজ 


এখন লগইন টু ইউর অ্যাডমিনিস্ট্রেশন অপশনে ক্লিক করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড অপশন প্রদর্শন করবে এবং সেখানে তা প্রদান করে লগইন করুন। 


ওপেনকার্ট ড্যাশবোর্ড 


লগইন করার পর ড্যাশবোর্ডে একটি সিকুয়েরিটি নোটিফিকেশন প্রদর্শন করবে, Move বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে স্টোরেজ ডিরেক্টরি কোন লোকেশনে যাবে সেটা নির্ধারণ করে। এরপরে ওপেনকার্ট ড্যাশবোর্ডে অনলাইন স্টোর নিয়ন্ত্রণ করার অনেকগুলো অপশন, যেমনÑ ক্যাটালগ, এক্সটেনশন, ডিজাইন, সেলস, কাস্টমার, মার্কেটিং, সিস্টেম এবং রিপোর্ট করার বিষয় পাবেন। এই অপশনগুলোর অধীনে আরও সাব-ক্যাটাগরিতে অপশন পাবেন, যেটা আপনার ই-কমার্স ওয়েবসাইটের কাজে আরও গতি আনতে সাহায্য করবে। এখন প্রোফাইল আইকনের Your Store অপশনে ক্লিক করলে পুরো ওয়েবসাইটের সামনে অবস্থান অর্থাৎ, কাস্টমারদের কাছে ওয়েবসাইটটি প্রদর্শিত হবে। প্রাথমিক অবস্থায় কিছু প্রোডাক্ট ছবি থিমের সাথে সুন্দরের জন্য প্রদর্শিত হবে এবং পরবর্তীতে বিভিন্ন প্লাগইন এবং প্রোডাক্ট ছবি ও তথ্য যুক্ত করে ই-কমার্স ওয়েবসাইটের পূর্ণাঙ্গ একটি রূপ প্রদান করতে পারবেন।    


কীভাবে ওপেনকার্টের মাধ্যমে প্রোডাক্ট পাবলিশ করবেন 


ওপেনকার্ট ড্যাশবোর্ডের ক্যাটালগ অপশনে গেলে উদাহরণ হিসেবে কিছু প্রোডাক্ট লিস্টিং অবস্থায় পাবেন। সেখানে ফিল্টার অপশনের মাধ্যমে চেকবক্সে যে প্রোডাক্টটি পরিহার করতে চান সেটাতে ক্লিক করে ড্যাশবোর্ডের ওপরে ডানপাশে লাল বাটনে ক্লিক করলে সেই প্রোডাক্ট পরিহার করতে পারবেন। এখন প্রোডাক্ট যোগ করতে হলে কী করবেন? 


নতুন প্রোডাক্ট তৈরি 


ড্যাশবোর্ডে ক্যাটালগ অপশনে ওপরে ডানপাশে নীল রঙের প্লাস চিহ্ন বাটনে ক্লিক করলে নতুন প্রোডাক্ট তৈরি এবং সেটার তথ্য উল্লেখ করার জন্য একটি নতুন পেজ তৈরি হবে। সেখানে এবহবৎধষ মেনু সেকশনের অধীনে প্রোডাক্ট নামের জায়গায় সেটার নাম, ডেসক্রিপশনে প্রোডাক্ট সম্পর্কিত তথ্যাদি, মেটাট্যাগ, মেটাট্যাগ ডেসক্রিপশন, মেটাট্যাগ কিওয়ার্ড, প্রোডাক্ট ট্যাগ যোগ করতে পারবেন।   


কনফিগার প্রোডাক্ট ডেটা


ডেটা মেনু অপশনে ক্লিক করলে প্রোডাক্ট মডেল এবং SKU, UPC, EAN, JAN, ISBN, MPN-এর মতো প্রোডাক্টের বিভিন্ন ট্র্যাকিং নম্বর যোগ করার জায়গা পাবেন, সেখানে তথ্যগুলো আপনার সাইটে প্রদান করতে হবে। প্রোডাক্টটি কোথায় অবস্থান করছে, ট্যাক্স ধরন, প্রোডাক্ট পরিমাণ, শিপিং মূল্য, এবং কোন সময় থেকে প্রোডাক্ট ক্রেতা পাবেন সেই তথ্য উল্লেখ করা যাবে। 


সেটআপ লিংক 


পরবর্তী মেনু অপশনে খরহশং নামে মেনু পাবেন, সেটাতে ক্লিক করে Manufacturer-এর জায়গায় উৎপাদক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন। এতে ক্রেতা জানতে পারবেন কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রি করছেন। কী ক্যাটাগরিতে প্রোডাক্ট পড়ছে এবং কোন রঙের প্রোডাক্ট পাওয়া যাবে উল্লেখ করতে পারেন। যদি একাধিক দোকান আপনার থাকে, তাহলে store-এর কথা বলতে পারেন এবং কোন দোকানে পাওয়া যাবে সেটাও উল্লেখ করতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট হলে Downloads-এ সেটা যোগ করে দিতে পারেন, যাতে ক্রেতা প্রোডাক্ট কেনার সাথে সাথে তা ডাউনলোড করতে পারেন। Related Products জায়গায় একই ধরনের অন্য প্রোডাক্টের পেজের কথা দিতে  পারেন।      


অ্যাট্রিবিউট 


মূলত প্রোডাক্টটির বিভিন্ন উপাদান কেমন, যেমন: যদি কমপিউটার প্রোডাক্ট হয়, তাহলে সেটার প্রসেসর এবং অপারেটিং সিস্টেমের মতো বিষয়গুলো উল্লেখ করতে পারেন প্লাস আইকন বাটনে ক্লিক করে।   


অপশন 


প্রোডাক্ট অপশন যোগ করতে পারবেন; যদি প্রোডাক্ট ধরন, রং, তারিখ উল্লেখ করতে চান সেটা যোগ করে দেয়া যাবে।  


কনফিগার রিকয়ারিং পেমেন্ট 


যদি প্রোডাক্ট ক্রেতার কাছে সাবস্ক্রিপশন মডেলে বিক্রি করতে চান, তাহলে এই মেনুতে সেটআপ করতে পারেন। 


ডিসকাউন্ট 


ক্রেতাকে কোনো বিশেষ দিন বা উপলক্ষে অফার কিংবা ডিসকাউন্ট দিতে চাইলে নির্দিষ্ট করে ক্রেতাদের কী পরিমাণ প্রোডাক্ট অফার করবেন, কতদিন ডিসকাউন্ট দেবেন সেই সময় এবং মূল্য নির্ধারণ এই মেনু থেকে করে দিতে পারেন।        


ইমেজ 


কোনো প্রকার প্রোডাক্ট ছবি ই-কমার্স সাইটে প্রকাশ করতে চাইলে ইমেজ মেনু থেকে সেটা আপলোড করা যাবে। 


রিওয়ার্ড পয়েন্ট 


যদি ক্রেতার প্রোডাক্ট কেনার ওপর ভিত্তি করে কোনো পয়েন্ট প্রদান করতে চান, তাহলে রিওয়ার্ড পয়েন্ট মেনুতে সেটা যোগ করে চালু করতে পারেন। 


এসইও এবং ডিজাইন 


প্রতিটা প্রোডাক্টের নাম আছে, সেই নাম কিংবা কিওয়ার্ড ব্যবহার করে ইউআরএল বা ওয়েবসাইটে প্রোডাক্ট লিংক তৈরি করলে সেটা সার্চইঞ্জিনে র্যাংক করতে সহজ হয়, যেমন websitename.com/productname। এসইওর পরেই ডিজাইন মেনু আসবে, যার মাধ্যমে প্রোডাক্ট লে-আউট ঠিক করবেন। 


সেভ এবং পাবলিশ 


সব তথ্য বা ডেটা যোগ করা হলে ড্যাশবোর্ডের ওপরে ডানদিকে সেভ চিহ্নের বাটনে ক্লিক করলে প্রোডাক্ট সেভ বা সংরক্ষণ এবং পাবলিশ হবে।  


 কীভাবে ওপেনকার্ট ওয়েবসাইট নিরাপদ রাখবেন 


ওপেনকার্ট ই-কমার্স ওয়েবসাইটে ডেটা এবং আর্থিক বিষয়াদির নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নোক্ত ব্যবস্থাগুলো নিতে পারেন। 


নিরাপদ হোস্টিং সার্ভার ব্যবহার করুন 


স্বল্পমূল্যে হোস্টিং প্ল্যান বা শেয়ার্ড হোস্টিং ব্যবহার না করে ভিপিএস হোস্টিং ব্যবহার করুন। একই হোস্টে অনেক ওয়েবসাইট থাকলে ব্যান্ডউইথের কারণে সাইটের গতি কমে যেতে পারে। এছাড়া একটি ওয়েবসাইট নিরাপত্তাজনিত কোনো বিষয়ে আক্রান্ত হলে অন্য ওয়েবসাইট আক্রান্ত হতে পারে। এক হোস্টে একটি ওয়েবসাইট নিয়ে কাজ করুন। 


আপডেটেড ওপেনকার্ট 


পুরনো ভার্সনের ওপেনকার্ট নিরাপদ না হতে পারে, আর নতুন ভার্সনে সফটওয়্যার নিরাপদ রাখতে নতুন অনেক ফিচার যোগ করা হয়, এজন্য ওপেনকার্টের নতুন ভার্সনে সবসময় আপনার ওয়েবসাইট আপডেট রাখুন। 


ব্যাকআপ ডেটা 


ওয়েবসাইটের ডেটা সুরক্ষিত এবং সংরক্ষণ রাখা বেশ গুরুত্বপূর্ণ, ওপেনকার্ট এই সুবিধা গ্রাহককে প্রদান করেন। এজন্য আপনার অ্যাকাউন্টে লগইন করে সেটিংস অপশনে গিয়ে Maintenance-তে Backup/ReStore থেকে ডেটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে পারবেন। 


অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টরি রক্ষা 


ওপেনকার্টে ডিফল্ট ইনস্টলে পূর্বে থেকে prefix হিসেবে OC_থাকে, যে কারণে ওয়েবসাইটে আক্রমণ করতে সহজ হয়। এজন্য ঢ়ৎবভরী পরিবর্তন করা উচিত। এছাড়া ডিফল্ট লগইন অপশন পরিবর্তন করা উচিত এবং শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। ইউজার নির্ধারণ করে রাখা, যাতে অ্যাডমিন ফোল্ডারে প্রবেশের সুবিধা কয়েকজনের মধ্যে থাকে। 


ওপেনকার্ট ইনস্টল ফোল্ডার পরিহার 


একবার ইনস্টল সম্পন্ন হলে ইনস্টল ফোল্ডার পরিহার করুন। যদি ইনস্টল ফোল্ডার থাকে তাহলে যেকেউ নতুন করে ইনস্টল ওয়েবসাইটের ওপর আবার অনুরূপ প্রতিলিপি তৈরি করে ফেলতে পারে। 


ফাইলে অনুমতি নিয়ন্ত্রণ 


কারা আপনার ফাইলগুলো পড়তে পারবে এবং কারা পারবে না তা নিয়ন্ত্রণ করুন। Write-users ফাইল সম্পাদনা করতে পারবেন, Read-users ফাইল পড়তে পারেন এবং Execute-users সেই ফাইলগুলোর মাধ্যমে কার্য সম্পাদন করতে পারবেন।  


এসএসএল ব্যবহার 


ওয়েবসাইটে এসএসএল বা https ব্যবহার করুন, এটি ডেটা encrypt করে এবং অ্যাডমিন প্যানেলের সেটিংস থেকে সার্ভার প্যানেলের USE SSL অপশনে ণবং ক্লিক করে সেভ করুন। আক্রমণ থেকে ওয়েবসাইটকে নিরাপদ করুন।   


ফ্রড ডিটেকশন এবং ওপেনকার্ট সিকুয়েরিটি এক্সটেনশন 


সেটিংসে গিয়ে ফ্রড ডিটেকশন অপশন চালু করে দিন এবং নিরাপদ ওপেনকার্টের এক্সটেনশনগুলো ইনস্টল করুন, নিয়মিত আপডেট রাখুন। 


রিক্যাপচা এবং টু ফ্যাক্টর অথেনটিকেশন 


ইউজারদের ভেরিফাই এবং ফিশিং কোনো চেষ্টা বুঝতে রিক্যাপচা ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এছাড়া  মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে টু ফ্যাক্টর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেন। এজন্য ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন চেষ্টা করলে আপনার মোবাইলে কোড যাবে, এরপর সেটা ব্যবহার করে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন।  


অনলাইন লেনদেন এবং নিয়মিত নিরাপত্তা নিশ্চিত 


ওয়েবসাইটে নিয়মিত সিকুয়েরিটি অডিট করতে হবে, কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা লক্ষ করে সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া কেউ ডেটা যেন নিতে না পারে সেজন্য ম্যালওয়্যার স্ক্যান এবং নিয়মিত চেক করা। ই-কমার্স ওয়েবসাইটে অর্থ লেনদেন হয়, সেজন্য কেউ যেন প্রোডাক্ট পেমেন্ট ছাড়া কিনতে না পারে তা সুরক্ষিত রাখা। এছাড়া ভালো ফায়ারওয়্যাল ব্যবস্থা যেকোনো আক্রমণ থেকে রক্ষা করে।      


ওপেনকার্ট মার্কেটপ্লেস ই-কমার্স ব্যবসায়ীদের ব্যবসার পরিধি স¤প্রসারিত করতে ১৩ হাজারের বেশি মডিউল এবং থিম নিয়ে সাজানো। যেখানে সার্ভিস একীভূত, শিপিং পদ্ধতি, পেমেন্ট প্রোভাইডার, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, হিসাব, রিপোর্টিং এবং সেলবিষয়ক বিভিন্ন সুবিধা সংবলিত টুল আছে। এজন্য যদি আপনি নতুন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে সহজে এবং দ্রুত সময়ে আপনার ই-কমার্স ওয়েবসাইটটি তৈরি করতে ‘ওপেনকার্ট’ ই-কমার্স প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন।








১ টি মন্তব্য

  • সেফ বিডি গ্রুপ

    সেফ বিডি গ্রুপ

    ২০২৪-০২-২২ ১১:৪৯:৪৯

    ধন্যবাদ



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।