'জনগণের হাতে কমপিউটার চাই' এই স্লোগানকে সাথে নিয়ে ১৯৯১ সালের মে মাসে যাত্রা শুরু করেছিল কমপিউটার জগৎ। বাংলাদেশের প্রথম কমপিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক নিয়মিত প্রকাশিত মাসিক সাময়িকী হচ্ছে এটি। কমপিউটার জগৎ এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রবাদপ্রতিম আইসিটি ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের। প্রথাগত সাংবাদিকতার ঊর্ধ্বে উঠে কমপিউটার নামক যন্ত্রটিকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রে কমপিউটার জগৎ এর অবদান অপরিসীম। বর্তমানে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ডিজিটাল মিডিয়াতেও প্রতিমুহূর্তে খবর, প্রোডাক্ট রিভিউ, সাক্ষাৎকার এবং প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করে যাচ্ছে কমপিউটার জগৎ। ৩২ বছরের এই পথচলায় জাতীয় ও আন্তর্জাতিক নানা সম্মাননা ও স্বীকৃতিতে সম্মানিত হয়েছে কমপিউটার জগৎ।
কমপিউটার জগৎ
বাসা নং ২৯, ফ্ল্যাট (এম-এ), রোড নং ৬, ধানমন্ডি, ঢাকা - ১২০৯, বাংলাদেশ।
কমপিউটার জগৎ (ম্যাগাজিন): +(৮৮) ০১৬০৯-৭৪৩৪১২, ০১৯১১-৩৪১৬৫৪
কমজগৎ টেকনোলজিস: +(৮৮) ০১৮১৯৮৯৮৮৯৮
স্লোগান: বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ
ই-মেইল: info@computerjagat.com.bd