https://gocon.live/

অনলাইনে ‘তুফান’ লিংক ডাউনলোডে তৎপর আলফা-আই

অনলাইনে ‘তুফান’ লিংক ডাউনলোডে তৎপর আলফা-আই অনলাইনে ‘তুফান’ লিংক ডাউনলোডে তৎপর আলফা-আই
 
জনপ্রিয়তার তুঙ্গে থেকে মুক্তির পরই ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি।

এরপর ব্যাপক পাইরেসি’র কবলে পড়ে নব্বই দশকের পটভূমিতে গ্যাংস্টারধর্মী গল্পে শাকিব খান অভিনীত সিনেমাটি। সেই কপি ভিডিও ছড়িয়ে পড়েছে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে। 

তবে ঘণ্টা কয়েকের মধ্যেই এর অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া হচ্ছে। সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের কর্ণধার শাহরিয়ার জানিয়েছেন, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে তাদের একটা দক্ষ টিম কাজ করছে।

অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছেন। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ। মুভিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান।

তার বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে তুফান। গত ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে এটি।

অন্যদিকে, গত ৫ জুলাই তুফান সিনেমাটি মুক্তি পায় ভারতে। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে তুফান সিনেমাটি।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।