https://comcitybd.com/brand/Havit

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় এম্বাসেডর নিয়োগ চলছে

বিশ্ববিদ্যালয় এম্বাসেডর নিয়োগ চলছে বিশ্ববিদ্যালয় এম্বাসেডর নিয়োগ চলছে
 

'জনগণের হাতে কমপিউটার চাই' এই স্লোগানকে সাথে নিয়ে ১৯৯১ সালের মে মাসে যাত্রা শুরু করেছিল কমপিউটার জগৎ। বাংলাদেশের প্রথম কমপিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক নিয়মিত প্রকাশিত মাসিক সাময়িকী হচ্ছে এটি।


কমপিউটার জগৎ এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রবাদপ্রতিম আইসিটি ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের। প্রথাগত সাংবাদিকতার ঊর্ধ্বে উঠে কমপিউটার নামক যন্ত্রটিকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রে কমপিউটার জগৎ এর অবদান অপরিসীম। দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারে সফলতার সাথে একটি আন্দোলন গড়ে তুলতে সমর্থ হয়  কমপিউটার জগৎ। বিশেষভাবে উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশের প্রথম ই-কমার্স মেলা সফলভাবে আয়োজনের মাধ্যমে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) গঠনের উদ্যোগও নেয় কমপিউটার জগৎ। ই-ক্যাব গঠনে নেতৃস্থানীয় অবদান রাখার পাশাপাশি দেশে ই-কমার্সের ব্যাপক প্রসারে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখে এই সাময়িকীটি। এভাবেই অগণিত লেখক, পাঠক, কমপিউটারপ্রেমী ও আইসিটি কর্মীর হৃদয়ে স্থান করে নেয় এই মাসিক পত্রিকাটি। অসংখ্য শুভানুধ্যায়ীর ভালোবাসায় কমপিউটার জগৎ আজও এগিয়ে চলেছে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ হিসেবে।


বর্তমানে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ডিজিটাল মিডিয়াতেও প্রতিমুহূর্তে খবর, প্রোডাক্ট রিভিউ, সাক্ষাৎকার এবং প্রতিবেদন নিয়মিতভাবে প্রকাশ করে যাচ্ছে কমপিউটার জগৎ। নিজস্ব ওয়েবসাইট (computerjagat.com.bd) এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে (যেমনঃ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, লিংকডিন এবং ফ্লিকার) মানসম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে নেটিজেনদের মনেও বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছে দেশের আইসিটি বিষয়ক গণমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় এই ব্র্যান্ড। ৩২ বছরের এই পথচলায় জাতীয় ও আন্তর্জাতিক নানা সম্মাননা ও স্বীকৃতিতে সম্মানিত হয়েছে কমপিউটার জগৎ।


বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসেডর হওয়ার সুবিধাসমূহঃ


১। নিজের ক্যাম্পাসে কমপিউটার জগৎ এর অফিশিয়াল প্রতিনিধি হিসেবে পরিচিতি পাবার সুযোগ। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসেডরদের কমপিউটার জগৎ এর ছবিসহ পরিচিতি পত্র প্রদান করা হবে।

২। কমপিউটার জগৎ এর ওয়েব পোর্টালে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ছবিসহ পরিচিতি থাকবে।

৩। প্রযুক্তি সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে (যেমনঃ মেলা, সেমিনার ইত্যাদিতে) কমপিউটার জগৎ-এর প্রতিনিধি হিসেবে অংশ নেয়ার সুযোগ।   

৪। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্কিংয়ের সুযোগ।

৫। অ্যাম্বাসেডরদের বছরব্যাপী পার্ফরমেন্সের নিরিখে বিশেষ সম্মাননাসূচক সনদ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় আম্বাসেডর হওয়ার দায়িত্বসমূহঃ 

১। নিজের বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত নিউজ বা প্রতিবেদন প্রতি মাসে প্রদান করতে হবে (কমপক্ষে ১টি)। 

২। নিজের ক্যাম্পাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যেকোনো বিষয়ের ভিডিও কন্টেন্ট প্রতি মাসে অন্তত ১টি পাঠাতে হবে। 

৩। বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর সাথে কমপিউটার জগৎ এর প্রতিনিধি হিসেবে যুক্ত থাকার সুযোগ।

বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসেডর হওয়ার শর্তসমূহঃ 

১। রাষ্ট্রদ্রোহী কোন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। 

২। ধর্ম ও রাজনীতি সম্পর্কিত কোন প্রকার উস্কানিমূলক তথ্য তৈরি, প্রচার, প্রসার থেকে সর্বদা বিরত থাকতে হবে।

৩। অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের পুরো প্রক্রিয়াটি অবৈতনিক। 

আবেদনের শেষ তারিখঃ ১০ই জানুয়ারি, ২০২৪ 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।