এক্সের (সাবেক টুইটার) সরাসরি কথোপকথন সুবিধা ‘স্পেসেস’-এ শিগগিরই ভিডিও যুক্ত করা হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। মাস্কের মতে, এই বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুর দিকে নতুন এই ফিচার যুক্ত করা হতে পারে। ইলন মাস্ক বলেছেন: স্পেসেস সুবিধায় ভিডিও যুক্ত করার জন্য কাজ করছি।
এই ফিচারের মাধ্যমে যখন কেউ স্পেসেসে কথা বলে, তখন দর্শকরা তাদের অভিব্যক্তি দেখতে পারবে। তাদের মুখের অভিব্যক্তি দেখে তথ্য উপস্থাপন এখনকার তুলনায় আরও ভাল করে তুলে ধরা যাবে।" স্পেসেসে কথা বলার সময় চাইলে ভিডিও বন্ধও করা যাবে। স্পেসেসে বক্তা কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে তাঁর ভিডিও ফিড চালু হয়ে যাবে।
এর ফলে এক্সের স্পেসেস থেকে জুম বা গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং করা যাবে। বলা হচ্ছে, এ সুবিধা চালু হলে স্পেসেসে অন্যদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করা যাবে। ফলে অন্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রয়োজন পড়বে না।
এক্সের স্পেসেস শীঘ্রই ভিডিও যুক্ত করা হবে
এক্সের স্পেসেস শীঘ্রই ভিডিও যুক্ত করা হবে
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৭ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।











০ টি মন্তব্য