https://www.brandellaltd.com/

ইন্টারনেট

গুগল ডক ফাইল সহজেই নিজের পছন্দের ভাষায় অনুবাদ করুন

গুগল ডক ফাইল সহজেই নিজের পছন্দের ভাষায় অনুবাদ করুন গুগল ডক ফাইল সহজেই নিজের পছন্দের ভাষায় অনুবাদ করুন
 
গুগল ডক ফাইল সহজেই নিজের পছন্দের ভাষায় অনুবাদ করুন

সময় এখন Freelancing-এর। করোনাকালে যখন থেকে বন্ধ হয়েছে একের পর এক অফিসের দোর, ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন অনেকেই, অঢেল উপার্জনও করছেন বলতে নেই। এক্ষেত্রে সবচেয়ে যে পেশা এগিয়ে রয়েছে তা হল লেখালিখির। কনটেন্ট রাইটিং এখন দেশের অন্যতম বিকাশশীল জীবিকা, Remote Job সিস্টেমও তা সাপোর্ট করে। বাড়ি বসে যখন খুশি করা যায়, শুধু টাইপিংয়ে দক্ষতা থাকলেই হল, সঙ্গে দরকার গুগল ডক বা Notepad।

সমস্যাটা দাঁড়ায় অন্য জায়গায় এসে। সব ভাষায় তো আর সবার দক্ষতা নেই। অথচ, দেশের বৃহত্তর পরিসরে লেখালিখির কাজ করতে গেলে শুধু মাতৃভাষা বা ইংরেজি জানাটাই যথেষ্ট নয়। এই অসুবিধের জায়গাটা বুঝেই নিজেদের ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে গুগল ডক। ব্যাপারটা একেবারে জলের মতো সহজ- এখানে যা দরকার, সেটা আগে লিখে নিতে হবে। তার পর আসবে যে ভাষায় অনুবাদ করা দরকার, সেই কাজ। তবে নিজেকে খেটেখুটে অনুবাদ করতে হবে না, করতে হবে শুধু কয়েকটা ক্লিক। তার পরে দরকারের ভাষায় লেখা অনুবাদ করে দেবে গুগল ডক নিজেই।
কীভাবে, সেটাই এবার দেখে নেওয়া যাক... 

১. সবার প্রথমে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে গুগল ডক অনুবাদ করা দরকার, সেটা খুলতে হবে।
২. এবার উপরের Menu Bar থেকে Tools অপশনে ক্লিক করতে হবে।
৩. এখান থেকে বেছে নিতে হবে ড্রপ ডাউন অপশন।
৪. অতঃপর Taranslate Document অপশনে ক্লিক করতে হবে।
৫. এবার Translated ডকুমেন্টের নাম এন্টার করতে হবে।
৬. আবার ড্রপ ডাউন থেকে যে ভাষায় লেখা অনুবাদ করা দরকার, সেটা সিলেক্ট করতে হবে।
৭. সবশেষে Translate অপশনে একটা ক্লিক করলেই কেল্লা ফতে!

তবে হ্যাঁ, সব সুবিধের বিপরীতে নিউটনের তৃতীয় সূত্রের মতো একটা অসুবিধেও থাকে। এখানে সেটা কী? গুগল ডকের এই পরিষেবা Android আর iOS-এ মেলে না। মানে, ফোন থেকে গুগল ডক অনুবাদ করা যাবে না, ল্যাপটপ বা ডেস্কটপেই কেবল এই ফিচার কাজ করবে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।