জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়িত্বশীল প্রযুক্তি শাসনের জরুরি প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন: “কোনও ব্যবস্থাই আইনের ঊর্ধ্বে নয়। প্রযুক্তি আমাদের দাস হবে—প্রভু নয়।”
তিনি বৈশ্বিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উদীয়মান প্রযুক্তিগুলো মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়, আইনের শাসনকে শক্তিশালী করে এবং মানবজাতির যৌথ স্বার্থ রক্ষা করে—অযাচিতভাবে পরিচালিত না হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে সরকারিভাবে পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়ে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন (DCO) ডিজিটাল সহযোগিতা অগ্রসর করার সামনের সারিতে রয়েছে। UNGA80-তে সকল সদস্য রাষ্ট্রের যৌথভাবে গৃহীত বিবৃতি এই প্রতিশ্রুতিরই প্রতিফলন—যা সম্মিলিত নেতৃত্বকে চিহ্নিত করে, যাতে করে ডিজিটাল রূপান্তর দৃঢ়তা, সমৃদ্ধি এবং শান্তির চালিকাশক্তি হয়ে ওঠে।
BNNRC is a proud Observer Organisation of the Digital Cooperation Organization (DCO), representing Bangladesh in advancing inclusive digital cooperation and responsible technological governance.
BNNRC গর্বের সাথে বাংলাদেশ থেকে Digital Cooperation Organization (DCO)-এর একজন পর্যবেক্ষক সংস্থা হিসেবে কাজ করছে, যা অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সহযোগিতা এবং দায়িত্বশীল প্রযুক্তি শাসন অগ্রসর করতে অবদান রাখছে
০ টি মন্তব্য