https://comcitybd.com/brand/Havit

ইন্টারনেট

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে নতুন ক্রোম আপডেট

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে নতুন ক্রোম আপডেট অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে নতুন ক্রোম আপডেট
 

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে নতুন ক্রোম আপডেট


Google Chrome Update: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে ক্রোমের নতুন আপডেট। বেশ কিছুদিন ধরেই গুগল ক্রোমের (Google Chrome) ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল। গুগল ক্রোমের সেই দুর্বলতা দূর করার জন্য চলে এসেছে লেটেস্ট আপডেট। গুগল ক্রোমের এই লেটেস্ট ভার্সনের আপডেট করতে পারবে অ্যান্ড্রয়েড ইউজাররা। সুরক্ষার কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে নতুন ভার্সনের এই আপডেট। সুতরাং ইউজাররা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ওয়েব ব্রাউজার অ্যাপ আপডেটের মাধ্যমে লেটেস্ট ভার্সন ক্রোম ব্যবহার করতে পারবে। গুগল তাদের ক্রোমের এই সমস্যা সকলের সামনে তুলে না ধরলেও, সেই সমস্যা সমাধানের জন্য নিয়ে আসা হয়েছে নতুন আপডেট ভার্সন। কারণ গুগল লক্ষ্য করে দেখেছে যে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমে বেশ কিছু সমস্যা রয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে ইউজারদের রিস্কও রয়েছে।


অ্যান্ড্রয়েড ফোন থাকলে এবং সেই ফোনে থাকা ক্রোমের ভার্সন যদি ১০৩.০.৫০৬.৭১-এর কম হয়, তাহলে খুব দ্রুত সেই ক্রোম আপডেট করতে হবে। এর জন্য প্রথমেই ক্রোম অ্যাপ ওপেন করতে হবে। এর পর উপরের ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এর পর সেটিং অপশনে যেতে হবে এবং খুঁজে নিতে হবে লেটেস্ট ভার্সনের ক্রোম। এই ক্ষেত্রে দেখে নিতে হবে লেটেস্ট ভার্সনের ক্রোম আপডেট করা হচ্ছে কি না।


এক নজরে দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রোম আপডেট করার উপায় -


  • স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ওপেন করতে হবে গুগল প্লে স্টোর।
  • স্টেপ ২ - এর পর স্ক্রিনের ডানদিকের উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
  • স্টেপ ৩ - এর পর ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপ এবং ডিভাইসেসে।
  • স্টেপ ৪ - এর পর দেখে নিতে হবে বিভিন্ন অ্যাপের আপডেট।
  • স্টেপ ৫ - এবার সেখানে যদি ফোনে ক্রোম আপডেট করার অপশন না দেখায়, তাহলে ক্রোম আইকনে গিয়ে সেটি আপডেট করতে হবে।
  • স্টেপ ৬ - এর পর আপডেট অপশনে ক্লিক করতে হবে নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে লেটেস্ট ভার্সনের ক্রোম পাওয়ার জন্য।
  • আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
  • স্টেপ ৭ - সেই আপডেট হয়ে গেলেই অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম সুরক্ষিত যে কোনও ম্যালিসিয়াস অ্যাটাক থেকে।


গুগলের তরফে লক্ষ্য করে দেখা গিয়েছে যে ক্রোমে রয়েছে কমন ভালনারেবিলিটি এবং এক্সপোজারের সমস্যা। এটি হল সিভিই ২০২২-২২৯৪। অ্যান্ড্রয়েড ফোনে এর প্রভাব খুবই মারাত্মক হতে পারে। এর ফলে যথাসম্ভব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম আপডেট করার কথা বলা হয়েছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।