ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ ভিভো ওয়াই ১৮’ মডেলের ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
সুপার নাইট মোড ফিচারে ফোনটির পেছনে শক্তিশালী ফ্ল্যাশ থাকায় রাতেও ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।
একসঙ্গে একাধিক কাজ করা যায় ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসর থাকায়।
৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ১৫ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার রয়েছে। ফলে দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।
৬ দশমিক ৫৬ ইঞ্চি এলসিডি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৬ গিগাবাইট র্যামযুক্ত ফোনটিতে চাইলে বাড়তি ৬ গিগাবাইট র্যাম যোগ করে ব্যবহার করা যায়।
ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা সম্ভব।
সুপার নাইট মোড ফিচারে ফোনটির পেছনে শক্তিশালী ফ্ল্যাশ থাকায় রাতেও ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।
একসঙ্গে একাধিক কাজ করা যায় ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসর থাকায়।
৫ হাজার এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ১৫ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার রয়েছে। ফলে দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।
৬ দশমিক ৫৬ ইঞ্চি এলসিডি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৬ গিগাবাইট র্যামযুক্ত ফোনটিতে চাইলে বাড়তি ৬ গিগাবাইট র্যাম যোগ করে ব্যবহার করা যায়।
ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা সম্ভব।
০ টি মন্তব্য