বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক আজ প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় দেশের বন্যাপ্লাবিত সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় এ পর্যন্ত ১,৫৫৩টি মোবাইল নেটওয়ার্ক সাইট সচল।
বন্যাদুর্গত সিলেটের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের সার্বিক সহায়তা প্রদানে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণরূপে সচল রাখার উদ্দেশ্যে সকল অপারেটরগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই তিনটি জেলায় মোট ২,৫২৮টি সাইটের মধ্যে ১,৫৫৩ টি অচল সাইট অপারেটরদের সার্বিক প্রচেষ্টায় সচল করা হয়েছে। তবে বর্তমানে উক্ত অঞ্চলে ২৯১টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে যা অতিদ্রুত সচল হবে মর্মে আশা করা যাচ্ছে।
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় যে সকল নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের (বাহন লি:, ফাইবার এট হোম লি: এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড) উপস্থিতি রয়েছে তাদের অধিকাংশ পপ বর্তমানে সচল অবস্থায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্ণিত অপারেটরসমূহের সচল পপের সংখ্যা গতকাল থেকে আরো বৃদ্ধি পেয়েছে।
০ টি মন্তব্য