https://comcitybd.com/brand/Havit

চাঁদে পাড়ি দিল পাকিস্তানের স্যাটেলাইট

চাঁদে পাড়ি দিল পাকিস্তানের স্যাটেলাইট চাঁদে পাড়ি দিল পাকিস্তানের স্যাটেলাইট
 

ভারত গত বছর উপমহাদেশের প্রথম দেশ হিসেবে চন্দ্র জয় করেছে। এবার পাকিস্তান সেই দলে নাম লেখাতে যাচ্ছে। দেশটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে গত শুক্রবার চন্দ্রাভিযান শুরু করবে।

তবে চীনের সহযোগিতায় এবং চীন থেকেই উৎক্ষেপিত হবে পাকিস্তানের পতাকাখচিত চন্দ্রযান চ্যাং ই -৬।  
চীনের তৈরি চ্যাং ই-৬ চন্দ্রযানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে রওনা হবে।

পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন গত ৩ মে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 

ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, তারা পাকিস্তানের জন্য আইকিউব-কিউ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে।


এ ক্ষেত্রে সহায়তা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো।আইকিউব-কিউয়ে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।