https://comcitybd.com/brand/Havit

আইএসপিএবি নির্বাচন জমে উঠছে ১৩ পদের জন্য ২৫ প্রার্থী

আইএসপিএবি নির্বাচন জমে উঠছে ১৩ পদের জন্য ২৫ প্রার্থী আইএসপিএবি নির্বাচন জমে উঠছে ১৩ পদের জন্য ২৫ প্রার্থী
 
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা আইএসপিএবির ২০২৪ – ২০২৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ৯ পরিচালক পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন।

সহযোগী ক্যাটাগরিতে ৪ পরিচালক পদের জন্য প্রার্থী হয়েছেন ১১ জন। এবারের কার্যনির্বাহী পরিষদে সর্বমোট ১৩টি পদের জন্য নির্বাচন হচ্ছে।

আইএসপিএবির বর্তমান ক্ষমতাসীনদের নেতৃত্বে ইতিমধ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলটির নাম হচ্ছে টিম ফরওয়ার্ড।

টিম ফরওয়ার্ডে সাধারণ ক্যাটাগরিতে ৯ পরিচালক প্রার্থী হচ্ছেন, অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের মো: ইমদাদুল হক, কেএস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া, চিটাগাং টেলিকম সার্ভিস লিঃ এর মোঃ আনোয়ারুল আজিম, ইউনিফাইড কোর লি: এর এস এম জাকির হোসাইন, বিসিএল অনলাইন সার্ভিসের এ এম কামাল উদ্দীন আহমেদ সেলিম, ইনফোলিংক লিমিটেডের সাকিফ আহমেদ, ট্রায়াঙ্গাল সার্ভিসেস লি: এর মোহাম্মদ এ কাইউম রাশেদ, অন্তরঙ্গ ডট কমের মোঃ আসাদুজ্জামান এবং সার্কেল নেটওয়ার্ক এর মাহবুব আলম।

টিম ফরওয়ার্ডে সহযোগী ক্যাটাগরিতে ৪ পরিচালক প্রার্থী হচ্ছেন, স্পীড টেক অনলাইন এর মোঃ নাছির উদ্দীন, সান অনলাইন এর মোহাম্মদ আনোয়ার হোসেন, ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং দি টি নেটওয়ার্ক এর মো: মাহামুদুল হাসান।
সাধারণ ক্যাটাগরিতে আরো ৫ জন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দিক, বাংলানেট টেকনলোজিস লিঃ এর মোঃ জোবায়ের আল মাহমুদ হোসাইন,  এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, রেড ডাটা (প্রা:) লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ এবং ঢাকা টেক আইটি লিমিটেড এর আশরাফ উদ্দিন।

সহযোগী ক্যাটাগরিতে আরো দুটি প্যানেল হয়েছে। টিম ডিমান্ড নামে সহযোগী ক্যাটাগরিতে প্যানেল গঠিত হয়েছে। টিম ডিমান্ড প্যানেলের প্রার্থীরা হচ্ছেন ইউনিক নেটের মাসুদ রানা জীবন, তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, দি উইনার আইটি মোঃ অহিদ উল্লাহ স্বপন এবং গ্রীণ ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিসের দিপংকর বড়ুয়া।

ক্যাটাগরিতে টিম স্বাধীন নামে সহযোগী ক্যাটাগরিতে আরো একটি প্যানেল গঠিত হয়েছে। টিম স্বাধীন প্যানেলের প্রার্থীরা হচ্ছেন ফ্রিডম অনলাইনের মোঃ আরমান হোসেন, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসেন এবং এম/এস জুবায়ের আইটি এক্সপার্ট এর মোঃ জুবায়ের ইসলাম।

আইএসপিএবি নির্বাচনে ভোটার বেড়েছে ২৪৯ জন। সাধারণ ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ২৫০। সহযোগী ভোটার সংখ্যা ৭৫৬। দুই ক্যাটাগরির নির্বাচিত ১৩ পরিচালক মিলে ১৮ মার্চ নিজেদের মধ্যে পদবণ্টন করবেন।

জাতীয় সংসদের হুইপ মোঃ নজরুল ইসলাম বাবু নির্বাচনে বোর্ডের চেয়ারম্যান এবং জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ এইচ কাফি ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

একইভাবে আগের ভোটের মতোই এবারো নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এবং সামিয়া ট্রেডিং এর স্বত্বাধিকারী ও এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন এবং ন্যাশনাল পিভিস পাইপ প্রোডাক্টর স্বত্বাধিকারী মোঃ আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।

প্রার্থীরা নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছে। কুশল বিনিময় করছেন। বিভিন্ন প্রান্তে নির্বাচন নিয়ে আড্ডা হচ্ছে প্রতিনিয়ত। ডিজিটাল মিডিয়ার গ্রুপগুলো পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে। সর্বোপরি আইএসপিএবি নির্বাচন জমে উঠেছে।

১৬ মার্চ, ২০২৪ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএসপিএবির ২০২৪–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। 







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।