বিশ্বকাপ ক্রিকেট ২০২৩’র আসরে বাংলাদেশ ইতিমধ্যেই শুভ সূচনা করেছে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে। আজ (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে জয় যেমন বাংলাদেশ দলকে সেমি-ফাইনালে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দিবে, তেমনি আর মাত্র ৪টি উইকেট অধিনায়ক সাকিব আল হাসানকে পৌছে দিবে নতুন এক উচ্চতায়।  

আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট পেয়ে সাকিব ইতিমধ্যেই নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলে স্পিনারদের মধ্যে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে। বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা এখন ৩৭, তাঁর সামনে এখন শুধুই দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির (৪০ উইকেট) এবং শ্রীলঙ্কার অফ-স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন (৬৪ উইকেট)


প্রথম ম্যাচে আফগানিস্তানের বেঁধে দেয়া ১৫৭ রানের জয়ের লক্ষ্যে ৯২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করা মেহেদি হাসান মিরাজ ম্যাচ সেরা হলেও তার পারফর্মেন্সকেও ছাপিয়ে গেছে অধিনায়ক সাকিবের অসাধারণ নেতৃত্ব ও বুদ্ধিদীপ্ত রণকৌশল।

বিশেষ করে নিজের প্রথম ও দ্বিতীয় স্পেলে সাকিব যেভাবে শর্ট কাভার অঞ্চলে ফিল্ডার নিয়ে আফগান ব্যাটারদের অফ-স্ট্যাম্পের বাইরের বলকে সুইপ খেলতে বাধ্য করান এবং এর মাধ্যমে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ’র উইকেট তুলে নিয়ে দলকে গুরুত্বপূর্ণ সময়ে ২টি ব্রেক-থ্রু এনে দেন তাতে করে তার চৌকস অধিনায়কত্ব বিশেষভাবে প্রশংসার দাবী রাখে। এছাড়া নিজের বোলারদের সাকিব যেভাবে ছোট ছোট স্পেলে ব্যবহার করেছেন সেখানেও বুদ্ধি ও অভিজ্ঞতার ছাপ স্পষ্টতই লক্ষ্য করা গেছে।

প্রথম ম্যাচের মতোই আজকের ম্যাচও ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শক ইংল্যান্ডের বিপক্ষে দলের জয়ের পাশাপাশি চাইবে সাকিব যেন সামনে থেকে দলকে নেতৃত্ব দেন এবং বিশ্বসেরাদের কাতারে নিজেকে আরও এক ধাপ এগিয়ে যান।

মুরালিধরনের ৬৪ উইকেট কিছুটা দূরের হলেও ইমরান তাহিরের ৪০ উইকেটকে ছাপিয়ে সাকিব নিজেকে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে আসবে এম্ন প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি দর্শক করতেই পারে।

বিশ্বকাপ ক্রিকেট অনলাইন কুইজ
গিগাবাইটের সৌজন্যে এবং কমপিউটার জগৎ এর উদ্যোগে আয়োজিত অনলাইন কুইজের ১ম পর্বে অংশ নিতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://computerjagat.com.bd/post/2660