প্রতিবারের মতো ৭ এপ্রিল এবারও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা ই-ক্যাবের উদ্যোগে ৮ম বারের পালিত হচ্ছে ই-কমার্স দিবস। ই-ক্যাব সদস্য এবং ই-কমার্স অনুরাগীদের নিয়ে ই-কমার্স দিবস পালন করে থাকে ই-ক্যাব।
গ্রামীন দেশীয় ই-কমার্স ও ক্রস বর্ডার ই-কমার্সকে আরোও জনপ্রিয় করার লক্ষ্যে এ বছর ই-কমার্স দিবসের প্রধান প্রতিবাদ্য বিষয় নির্ধারন করা হয়েছে "গ্রাম থেকে বিশ্বে, ই-কমার্সই শীর্ষে"।
এবারের আয়োজনে থাকছে, সপ্তাহব্যাপি ই-কমার্স সপ্তাহ পালিত হবে ই-ক্যাব ফেসবুক গ্রুপে। যেকোন ই-ক্যাব সদস্য এবং ই-কমার্স উদ্যোক্তা গ্রুপে দিবস উপলক্ষ্যে ডিস্কাউন্ট, অফার বা প্রচারনা করতে পারবে ৭-১৪ এপ্রিল পর্যন্ত।
এছাড়াও
সপ্তাহ ব্যাপি অনলাইন ওয়েবিনার, লাইভ সেশন সহ বিভিন্ন কর্মকান্ডে
উজ্জাপিত হবে ই-কমার্স দিবস
২০২২।
ই-কমার্স দিবস উপলক্ষ্যে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ই-কমার্স দিবস উদযাপনের মধ্য দিয়ে ভোক্তা-ক্রেতা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বাস আস্থা সর্বোপরি সেতুবন্ধন অর্জন করা হয়।
০ টি মন্তব্য