https://powerinai.com/

ইলন মাস্ক ৯.২% শেয়ার কেনার পর টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে উঠেছেন

ইলন মাস্ক টুইটারের ৭ কোটি ৩৫ লাখ শেয়ারের মালিক

ইলন মাস্ক ইলন মাস্ক
 

ইলন মাস্ক ৯.২% শেয়ার কেনার পর টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে উঠেছেন। টুইটারের স্টকের ক্লোজিং প্রাইসের উপর ভিত্তি করে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে একটি নিয়ন্ত্রক ফাইলিং অনুসারে, ক্রয়টি প্রায় ২.৮০ বিলিয়ন ডলার মূল্যের। টুইটারের স্টক মূল্য সংবাদটি ছড়িয়ে পড়ার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে ২৫ শতাংশ বেড়েছে। ইলন মাস্ক টুইটারের কোটি ৩৫ লাখ শেয়ারের মালিক। টুইটার ইলন মাস্ককে বোর্ডে নিয়োগ করেছে। টেসলা প্রধান সোশ্যাল মিডিয়া কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে উঠেছেন তা প্রকাশের একদিন পর বোর্ডে আসন গ্রহণ করেন।

 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন এককভাবে টুইটারের সবচেয়ে বেশি শেয়ারের মালিক। ইলন মাস্ক গত ২৬ মার্চ এক টুইটবার্তায় জানান, তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির বিষয়টি 'গুরুত্ব সহকারে ভাবছেন' টুইটারের সমালোচনা করে ইলন মাস্ক বলেন, 'এই প্ল্যাটফর্ম বাকস্বাধীনতা নিশ্চিত করতে পারে না।' তিনি টুইটারকে 'ডি ফ্যাক্টো পাবলিক টাউন স্কয়ার' বলে অভিহিত করেন এবং জানান, প্ল্যাটফর্মটি বাকস্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যা গণতন্ত্রের মৌলিক অবমাননা ঘটাচ্ছে।

 

ইলন মাস্ক একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী এবং ৮ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে তার। তিনি এই সাইটে ২০০৯ সালে যোগ দেন এবং বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়ার জন্য একে ব্যবহার করে থাকেন। এক টুইটাবার্তার মাধ্যমে টেসলাকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সম্ভাবনার কথা ঘোষণা করে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন ইলন মাস্ক। তবে সাম্প্রতিককালে তিনি টুইটারের সমালোচনা অব্যাহত রেখেছেন। ইলন মাস্কের আধিপত্য টুইটারে বাড়লে এর অংশীদার ও প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।